
আমাদের ছাত্র গত কাল রাতে অনলাইনে জিপিকিউ পদে ইন্টারভিউ দিয়েছি— প্রথমে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের
প্রশ্নঃ
১. তোমার নিজের সম্পর্কের বিষয় লিখিতে বলছে।
২. ট্রাফিক লাইট সিস্টেম কি?সুইং ফ্লোরে ট্রাফিক লাইট সিস্টেম করণীয় কি?
৩. DHU বলতে কি বুঝো?সুইং ফ্লোরে DHU কি ভাবে নিয়ন্ত্রণ করবে?
৪. GPQ বলতে কি বুঝো? GPQ এর কাজ কি তার দায়িত্ব গুলো কি কি?
৫. কোয়ালিটি কন্ট্রোলার সুইং এ কি ভাবে defect গুলো নিয়ন্ত্রণ করবে?
মৌখিক পরীক্ষাঃ
সিনিয়র ম্যানেজারঃ
১. পিপি মিটিং করার সময় কি কি লাগে এবং কখন পিপি মিটিং করা হয়।
২. সামনে কিছু ফেব্রিকস sample ছিলো সেখান বাহির করে বলতে হবে কোন ফেব্রিকসের কি না।
৩.আপনাকে একটা বায়ারের দায়িত্ব দেওয়া হলো আপনি কি ভাবে শুরু করবেন?
জিপিকিউ কি (GPQ) | GPQ এর দায়িত্ব এবং কর্তব্য কি

জিপিকিউ এর পূর্ণরুপ হলো গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। জিপিকিউ বায়ার কোয়ালিটি রিকুয়ারমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস্তবায়ন করার জন্য কাজ করে। সাধারণত জিপিকিউ বায়ার কিউসির হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং বায়ার ফাইনাল ইন্সপেকশন কনফার্ম করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার থাকলে প্রত্যেক বায়ারের পৃথক পৃথক জিপিকিউ থাকে।

জিপিকিউ এর জব ইন্টার্ভিউতে যেসকল প্রশ্ন করা হয় | GPQ Interview Questions
(১) আপনার বাড়ী কোথায়?
(২) এর আগে কোথায় জব করেছেন?
(৩) আপনি মার্কেটিং এ পড়াশোনা করে গার্মেন্টসে কেন?
(৪) আচ্ছা বলুন তো পিপি মিটিং কখন করতে হয়?
(৫) মেজারমেন্ট কত প্রকার?
সাথে সাথে বললেন কবে জয়েন্ট করবেন? আমি বলে ছিলাম আজ থেকে আপনি আগামীকাল থেকে আসেন। জব হলো বেতন ১৪৫০০/=
দ্বিতীয় ফ্যাক্টরী সাভার নিটিং কিউসি সিসাবে।
আমাকে নিটিং ফ্লোরে নিয়ে গেলেন ইনচাজ
(১) বলেন তো এই ফেব্রিক্স এর নাম কি?
(২) এই মেশিন গুলো নাম কি?
(৩) সুতা কত প্রকার ও কি কি?
(৪) CVC মিনিং টা বলেন?
(৫) গেজ কাকে বলে?
(৬) নিটিং এ কি কি ডিফেক্ট হয়?
(৭) GSM কেন করা হয়?
তারপর এসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে নিয়ে গেলেন।
(১) ফিলিপস কাপড় কোন কোন কাউন্ট সুতা দিয়ে তৈরি করা হয়?
তারপর সিনিয়র ম্যানেজার কাছে
(১) ধরুন আপনার ডিউটি অবস্থায় সিংগাল জার্সির কাপড় তৈরি করতে গিয়ে কাউন্ট মিসটিক করেছে প্রোডাকশনের লোকজন তখন আপনি কি করবেন?
দুই বছর জব করলাম।
আবার চলে গেলাম চট্টগ্রাম বিসিক সিনিয়র জিপিকিউ পদে।
(১) মাস্টার ফাইলে কি কি থাকে?
(২) ল্যাব টেস্ট কেন করা হয়?বা কি কি ল্যাব টেস্ট করা হয়?
জব হল তিন বছর করলাম।
আবারও চলে আসলাম নারায়ণগঞ্জ এসিস্ট্যান্ট ম্যানেজার পদে জিপিকিউ।
(1) RMG কি বিষয় টি বুঝিয়ে বলেন?
(২) ফাইনাল ইন্সপেকশনে স্যাম্পল থাকা অয় বায়িং কিউসি ফেল দিতে যাচ্ছে তখন আপনি কি ভাবে কন্ট্রোল করবেন।
জব করলাম ৩ বছরের মত।
তারপর চলে আসলাম বায়িং হাউজে
(১) সামনে কিছু ফেব্রিকস ছিলো তার নাম গুলো তারাতাড়ি বলতে হয়েছে।
(২) কালার সম্পর্কে জানতে চেয়েছে।
(৩) GSM সম্পকে জানতে চেয়েছে।
(৪) একুয়েল সম্পর্কে জানতে চাইবে।
বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেব্রিকস।
Tipe:- Al-Mamun
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.